সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শুরু হয়ে গেছে পদ্মা সেতুর মূল কাজ

mawa m (1)_25491

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি সম্পূর্নরূপে অনুসরণ করেই পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়ে গেছে। ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নামেজর ব্রিজের ৩০ জন টেকনিশিয়ান সেতু নির্মান স্থলে পৌঁছেছে। এছাড়া আরো আগেই চায়নায় পদ্মা সেতুর বিভিন্ন সরঞ্জামাদী, পাইলিংয়ের পাইপসহ বিভিন্ন প্রয়োজনীয় অংশবিশেষ তৈরী করা হচ্ছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতুর নির্মাণস্থল ও নদীভাঙ্গন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অক্টোবরের মধ্যে মাওয়া ফেরি ও লাঞ্চঘাট লৌহজংয়ের শিমুলিয়ায় স্থানান্তর করা হবে এবং আগষ্টের মধ্যে ঠিকাদারের সাথে নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে।

এসময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শাহানূর জিলানী, চায়না মেজর ব্রিজের নিযুক্ত ৩০ সদস্যের প্রতিনিধি দলসহ সেতু বিভাগের কর্মকর্তাবৃন্দ।

পরে মন্ত্রী জেলার টঙ্গিবাড়ি উপজেলার ভেঙ্গেপড়া টঙ্গিবাড়ী বাজারের সংলগ্ন বেইলিব্রিজ পরিদর্শন করে আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ বেইলি ব্রিজটি পুন:স্থাপনের নির্দেশ দেন।