শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লেবুতে চার্জ হবে মোবাইল ফোন!

lemon-charge_18236

মোবাইল ফোন ছাড়া আজকাল এক মুহূর্তও চিন্তা করা যায় না। তাই অনেক সময় মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। হাতের কাছে চার্জার থাকলেও বিদ্যুৎ না থাকলে চার্জ দেয়া অনেক সময় সম্ভব হয় না। এতে জরুরি কাজ আটকে যায়।

এ সমস্যার সমাধানে অবশ্য ‘পাওয়ার ব্যাংক’ নামক যন্ত্রের বাজার ক্রমশ বাড়ছে। কিন্তু ভুলক্রমে যদি ‘পাওয়ার ব্যাংক’ সঙ্গে নেওয়া না হয় কিংবা কারো ‘পাওয়ার ব্যাংক’ সঙ্গে রাখার অভ্যাসই না থাকে। তা হলে?

সমস্যাটির সমাধান হতে পারে মাত্র একটি লেবু দিয়ে! হ্যাঁ, এমনই দাবি করা হয়েছে জি-নিউজের এক প্রতিবেদনে। এতে বলা হচ্ছে, একটি পাতিলেবুই নাকি মোবাইল ফোন চার্জ দিতে যথেষ্ট। অভিনব পন্থায় এই চার্জ দেয়ার বিষয়টি হয়তো অনেকের বিশ্বাস হবে না। এ জন্য প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, লেবুটি ঠিক মাঝ বরাবর দুই টুকরা করে কাটেন এক ব্যক্তি। তারপর লেবুর দুটি অংশে চার্জারের দুটি প্লাগ লাগিয়ে মোবাইল ফোনের সঙ্গে সংযোগ দিতেই সেটি চার্জ হতে দেখা যায়।

এ রকম চার্জ দেওয়ার ফলে মোবাইল ফোন সেটের কোনো ক্ষতি হতে পারে কি না তা অবশ্য জানা যায়নি।