সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লিবিয়া সরকারকে ‘অবৈধ’ ঘোষণা

49117_lib

লিবিয়ার সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে লিবিয়ার পূর্বাঞ্চলীয় তোবরুক শহরে জাতিসংঘ-সমর্থিত পার্লামেন্টটি বিলুপ্তির নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থানির সরকারকে গতকাল অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালত। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। ত্রিপোলি পার্লামেন্টের এক সদস্য গত ২৫শে জুনের নির্বাচন ইস্যুতে আদালতে শুনানির আবেদন জানিয়েছিলেন। ওই আবেদন আমলে নিয়ে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে আদালত। এদিকে রাজধানী ত্রিপোলিতে অবস্থিত অপর একটি পার্লামেন্ট বৈধতা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রায়ের ফলে অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে থিন্নির সরকার। গত কয়েক সপ্তাহে দেশটিতে সহিংস সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন। লৌহমানব বলে পরিচিত কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সরকার পতনের পর থেকে লিবিয়ায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে।