সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রেলমন্ত্রীর বিয়ে সম্পন্ন

image_145774.5555
রেলমন্ত্রী মুজিবুল হক জীবনসঙ্গী হিসেবে হনুফা আক্তার রিক্তাকে কবুল করলেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কুমিল্লার চান্দিনার কংগাই গ্রামে রিক্তার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মুজিব-রিক্তার বিয়ের সাক্ষী ছিলেন- কিবরিয়া মজুমদার, খোকন রেজা ও ফজলুল করিম। এদের মধ্যে কিবরিয়া বর এবং অন্য দুজন কনেপক্ষের।কাজী সিদ্দিকুর রহমান মন্ত্রীর বিয়ে পড়ান। মন্ত্রীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত হাসেম চৌধুরী উকিল বাবার দায়িত্ব পালন করেন। বিকাল ৩টার দিকে প্রায় সাত শ বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছান বর। বরপক্ষের ৭০০ এবং কনেপক্ষের প্রায় ১৫ শ অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা করার কথা থাকলেও সে সংখ্যা পাঁচ হাজারের কম হবে না।রেলমন্ত্রী মুজিবুল হকের জন্য কনেপক্ষ রান্না করে বিশেষ খাবার। ১৬ কেজি ওজনের আস্ত খাসির রোস্ট ছিল খাবারের তালিকায়। বিশাল আকারের ডিসে জামাইয়ের খাবার পরিবেশন করা হবে। চারপাশে থাকবে ১০টি ইলিশ মাছ, ১০টি আস্ত মুরগির রোস্ট এবং মাঝে থাকবে ১৬ কেজি ওজনের খাসির রোস্ট। অনুষ্ঠানে অতিথিদের জন্য দুপুরের খাবারের মেন্যুতে ছিল খাসির কাচ্চি, মুরগির রোস্ট, কোমল পানীয়, মিষ্টান্ন জর্দা এবং বোরহানি।রেলমন্ত্রী মুজিবুল হক ও তার ঘনিষ্ট বন্ধু-বান্ধবরা ওই বিশেষ খাবারে অংশ নেন। এলাকার নামকরা বাবুর্চি কুমিল্লা ক্লাবের মিল্টন রোজারিও তৈরি করেন জামাইয়ের খাবার।