শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রেটিং বাড়ানোর সুযোগ বাংলাদেশের

39766_s1

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম শোভা পাচ্ছে তলানিতে। তবে নিজেদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। আগামীকাল শুরু হচ্ছে চলতি ক্যারিবীয় সফরে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। এখানে কিংসটাউনের মাঠে লড়াইয়ে নামার আগে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৮ নম্বরে। জিম্বাবুয়ের পেছনে ১০ নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২১। তবে নিজেদের রেটিং পয়েন্ট অক্ষত রাখতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বড় সাফল্য চাই স্বাগতিকদের। আর রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ মুশফিক বাহিনীরও। দুই ম্যাচ সিরিজ মুশফিক বাহিনী ১-০তে জিতলে বাংলাদেশের রেটিংয়ে যোগ হবে ১৩ পয়েন্ট। পক্ষান্তরে ৮ পয়েন্ট কাটা যাবে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজে বাংলাদেশ ২-০তে জয় পেলে বাংলাদেশের মোট রেটিং পয়েন্ট যোগ হবে ১৫। এতে ওয়েস্ট ইন্ডিজ খোয়াবে ১০ রেটিং পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে সিরিজ জিতলে ক্যারিবীয়দের একাউন্টে যোগ হবে ১ পয়েন্ট। আর বাংলাদেশের কাটা পড়বে ২। সিরিজ ড্র রাখতে সক্ষম হলেও রেটিং পয়েন্টে উন্নতি দেখবে বাংলাদেশ। এতে বাংলাদেশের একাউন্টে যোগ হবে ৭ পয়েন্ট। তবে সিরিজ ড্রতে ৪ রেটিং পয়েন্ট খোয়াতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এবারের ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজে র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ রেটিংধারী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এ বাঁহাতি ব্যাটসম্যানের অবস্থান ৬ নম্বরে। আসন্ন সিরিজে দু’দলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর ব্যাটসম্যান রয়েছেন চন্দরপল ছাড়া ছয় জন। এতে সমান তিন জন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দলের। ক্যারিবীয় দলের তিন তারকা ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল ও দীনেশ রামদিন। আর বাংলাদেশের তিন ব্যাটসম্যান মুমিনুল হক, তামিম ইকবাল ও নাসির হোসেন। তবে বোলিং বিভাগে র‌্যাঙ্কিংয়ে শক্তি দেখাচ্ছে স্বাগতিকরা। আইসিসি’র সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০-এর তারকা সোহাগ গাজীকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলে পাচ্ছে না বাংলাদেশ। বোলিং অ্যাকশনে সন্দেহ নিয়ে যুক্তরাজ্যের কার্ডিফে আইসিসি’র পরীক্ষায় উপনীত হতে আগেভাগেই দেশে ফিরে এসেছেন এ বাংলাদেশী অফ-স্পিনার। আসন্ন সিরিজে বাংলাদেশ দলে খেলছেন বোলিং র‌্যাঙ্কিংয়ের ৬১ নম্বর তারকা মাহমুদুল্লাহ ও তালিকায় ৬২তম স্থানের রবিউল ইসলাম। তবে ওয়েস্ট ইন্ডিজের বোলিং তুণে রয়েছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর পাঁচজন। এতে পেসার কেমার রোচের অবস্থান তালিকায় সর্বোচ্চ ১১ নম্বরে। এবারের ক্যারিবীয় সফরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ খুইয়েছে ইতিমধ্যে। আর সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি পণ্ড হয় বৃষ্টিতে। তবে টেস্ট সিরিজে মাঠে নামার আগে ব্যাটে ফর্ম দেখাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ও নাসির হোসেন। সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে উভয়ে তুলে নেন আত্মবিশ্বাসী সেঞ্চুরি। বাংলাদেশ দলের বল হাতে সমান ৩ উইকেট নেন শুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। তবে একই ম্যাচে নিজ ব্যাটে রান দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ তারকা শিবনারায়ণ চন্দরপলও। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেন্ট কিটসের হয়ে ১৮৩ রান হাঁকান চন্দরপল।
দু’দলের ব্যাটিং র‌্যাঙ্কিং
অবস্থান ব্যাটসম্যান গড় পয়েন্ট সর্বোচ্চ
৬ শিবনারায়ণ চন্দরপল (ও.ই) ৫১.৮৮ ৮৫৪ ৯০১
২২ ড্যারেন ব্রাভো (ও.ই) ৪৩.৯২ ৬৩৩ ৭০৯
২৯ ক্রিস গেইল (ও.ই) ৪২.০০ ৬০৫ ৭৫৫
৩৩ মুমিনুল হক (বাং) ৭৫.৫০ ৫৭৩ ৫৮৪
৪২ তামিম ইকবাল (বাং) ৩৬.৫৯ ৫৩৪ ৭০৭
৪৬ নাসির হোসেন (বাং) ৪২.৪৫ ৫১০ ৫৫০
৪৯ দীনেশ রামদিন (ও.ই) ২৭.৭৪ ৪৯৩ ৪৯৩
দু’দলের বোলিং র‌্যাঙ্কিং
অবস্থান বোলার (দল) গড় পয়েন্ট সর্বোচ্চ
১১ কেমার রোচ (ও.ই) ২৭.০৪ ৭৩৩ ৭৩৩
২১ শেন শিলিংফোর্ড (ও.ই) ৩৪.৫৫ ৫৬১ ৬৫২
৩০ সুলিমান বেন (ও.ই) ৪০.৬০ ৪৬১ ৪৯৪
৩৯ সোহাগ গাজী (বাং) ৪২.০৭ ৩৮৬ ৪৫৯
৪৭ নরসিংহ দেওনারায়ণ (ও.ই) ২৯.৭০ ৩৩৩ ৩৯১
৪৯ জেরোম টেইলর (ও.ই) ৩৪.৪৫ ৩৩২ ৭১৭
৬১ মাহমুদুল্লাহ রিয়াদ (বাং) ৪৫.৭৪ ২৫৮ ৩৮১
৬২ রবিউল ইসলাম (বাং) ৩৮.৫৬ ২৫২ ৩২১