সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি

modi_50935

 

ভারত সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নয়া দিল্লিতে হায়দ্রাবাদ হাউজে দু’জন সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা পরস্পর কুশল বিনিময় ও দু’দেশের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে কথা বলেন। নরেন্দ্র মোদি এ সময় রাষ্ট্রপতিকে জানান, যত তাড়াতাড়ি সম্ভব তিনি ঢাকা সফরের পরিকল্পনা করছেন।এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার পানি বণ্টন ও বাংলাদেশের সঙ্গে দেশটির সীমান্ত সংক্রান্ত বিরোধ মীমাংসায় পুনরায় আশ্বাস দিয়েছেন। এ দুটি গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধানে তার সরকার প্রতিনিয়ত কাজ করছে বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী।মোদি বলেন, ‘তিস্তার পানি বণ্টন এবং সীমান্তে ভূমি বিনিময় ইস্যুর দ্রুত মীমাংসা করতে আমরা কাজ করছি।’আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং তার গুজরাট মডেলের প্রশংসা করেন। তার নেতৃত্বে ভারতের ইয়ং জেনারেশন দেশটিকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।