শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাশিয়ার সাথে ফিলিস্তিন জোড়ার প্রস্তাব

gazao-311x186

রাশিয়ার সাথে ফিলিস্তিনকে যুক্ত করতে গণভোটের প্রস্তাব করেছে ফিলিস্তিনে অবস্থানকারী রুশপন্থী একটি গ্রুপ। ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার নামের একটি প্রতিষ্ঠান কর্তৃক রুশ ভাষায় লিখিত এক প্রতিবেদনে এ প্রস্তাবের কথা বলা হয়। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বৃহস্পতিবার রেডিও ভয়েস অব রাশিয়া জানায়, গ্রুপটির প্রস্তাবে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের গাজায় বাড়ি তৈরি করে রুশ নাগরিকদের সেখানে অন্তর্ভুক্ত করতে চায়। গ্রুপটিতে বেশির ভাগই নারী। ৫০ হাজার নারী সদস্য রয়েছে গ্রুপটিতে। তারা ইতোমধ্যে স্থানীয় ফিলিস্তিনি পুরুষদের বিয়ে করে সেখানেই বসবাস করছেন। কিন্তু তাদের কাছে রয়েছে রাশিয়ার পাসপোর্ট। গ্রুপটির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, “মস্কো কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার নাগরিকরা বিশ্বের যেখানেই থাকুক তাদের রক্ষা করবে রাশিয়া।” গ্রুপটির দেয়া প্রস্তাবে বলা হয়, “আমরা যেখানে বসবাস করছি, সেখানে ইসরাইল আমাদের জীবন এবং আমাদের শিশুদের জীবন নিয়ে হুমকি দিচ্ছে। কিন্তু গাজা উপত্যকা যদি রাশিয়ায় যুক্ত হয়, তাহলে আমাদের একটি নিরাপদ সীমান্ত থাকবে। আমাদের থাকবে র্চবাধুনিক অস্ত্রশস্ত্র। এমনকি পারমাণবিক অস্ত্রও থাকবে।” তবে এ বিষয়ে গাজা শাসনকারী হামাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।