সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ চায় জাপান

image_125630.boi-ja

বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক সংকট চলছে তার সমাধানে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনায় বসার কথা বললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আবে বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির নির্বাচনে দেশের শীর্ষ রাজনৈতিক দলসহ অনেকগুলো দল অংশ নেয়নি, তা সম্পর্কে জাপান অবগত রয়েছে।শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে দলটির ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।জাপানের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে শমসের মুবিন বলেন, দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সংলাপ দেখতে চায় জাপান। যাতে করে রাজনৈতিক সংকটের অবসান ঘটে।জাপানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলেন, বাংলাদেশের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা অপরিহার্য। বাংলাদেশ গণতন্ত্র, আর্থসামাজিক ও সমমর্যাদার ভিত্তিতে উন্নয়নে একমত হয়েছে বলেও উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী।এর আগে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সন্ধ্যা পৌনে ৭টায় হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেন খালেদা জিয়া।বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবি উদ্দিন আহমেদ প্রমুখ।