সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজধানীজুড়ে আতংক: ব্যাপক ধরপাকড়

utauytsdt-1420348893_200016
রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী শু রাজধানীর রাজপথ ফাঁকা হয়ে পড়ছ। ঢাকার রাস্তাগুলোতে যানবাহন চলছে না। পুরান ঢাকার ইসলামবাগে বোমা বস্ফিোরণে কৃষক লীগ নতো ইদ্রসি আলী নিহত হয়ছেনে। এমন পরস্থিতিতিে আতঙ্কজনক পরস্থিতিি সৃষ্টি হয়ছে। বিএনপি নেতৃত্বাধীন  ২০ দলীয় জোট সোমবার ৫ জানুয়াররি র্কমসূচি পালনে অনড় থাকার প্রক্ষোপটে পুলশি ব্যাপক তৎপরতা শুরু করেছে।সন্ধ্যার পর ঢাকার বিভিন্নি স্থানে দোকানপাট বন্ধ হয়ে গছে। দোকানরিা অভযিোগ করছেনে, পুলিশ তাদরে দোকান বন্ধ করে দিতে বাধ্য করছে। পান দোকান, চায়রে দোকানসহ ফুটপাতের সব দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। গুলিস্তান, ফার্মগেট, মতিঝিল এলাকার সব হকার সন্ধ্যার আগেই দোকান বন্ধ করে বাসায় চলে যায়।

 বিপুলসংখ্যক লোককে আটক করা হয়ছে। র্দুবৃত্তরা রাজধানীর বিভিন্নি স্থানে বেশ কয়কেটি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বাস চলাচল বন্ধ হয়ে যাবার কারনে রাস্তাঘাট ফাকা হয়ে যায়। রাত বাড়ার সাথে সাথে রাজধানীতে কোলাহল বন্ধ হয়ে যায়।