সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যেকোনো উপায়ে জয়লাভ আসলে জয় নয়

barnicat_10029_77936

 

নির্বাচনে যেকোনো উপায়ে জয়লাভ আসলে কোনো জয় নয় বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার এক আনুষ্ঠানিক  টুইটবার্তায় এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে তিনি ঢাকা উত্তরের এক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তখন সুষ্ঠু নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল বলে জানান বার্নিকাট। আরেক টুইট বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিটি নির্বাচনে সহিংসতা হতাশাজনক। পাশাপাশি তিন সিটিতে বিএনপির নির্বাচন বয়কট করাও হতাশাজনক।’এর আগে সোমবার তিনি এক টুইট বার্তায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তি বলে মন্তব্য করেছিলেন। আগামীকালের [আজকের] ভোট এই স্পিরিটের একটি উদাহরণ হবে বলেও টুইটে লিখেছিলেন তিনি।মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট আজ মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে সিটি নির্বাচনের পরিস্থিতি নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেন।