রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যুদ্ধের মধ্যেও বাণিজ্যিক এয়ারলাইন চালুর পরিকল্পনা সিরিয়ার

image_69259.syrian.vie

 

যুদ্ধ সত্ত্বেও সিরিয়ার নতুন একটি বাণিজ্যিক এয়ারলাইন কয়েকটি আরব শহরে আগামী মাস থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। নতুন এয়ারলাইন কিন্দার চেয়ারম্যান নাইম আল জারা বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে বলেন, মে মাসের মাঝামাঝি আমরা প্রথম ফ্লাইটটি চালু করতে পারবো বলে আশা করি। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।দামেস্ক-ভিত্তিক এয়ারলাইন্স কিন্দা তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়। এটি ২০১৩ সালে লাইসেন্স পায়। ইতিমধ্যে এটি রাজধানী ও ভূমধ্যসাগরীয় বন্দর নগরী লাটাকিয়া থেকে কয়েকটি আরব শহরে যাওয়ার অনুমতি পেয়েছে। শহরগুলো হলো বাগদাদ, আম্মান ও কুয়েতসিটি। তবে এয়ারলাইন্সটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও লেবানন যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে।এদিকে, কিন্দা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স থেকে চারটি এয়ারবাস ভাড়া নিয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতির জন্য আরো একটি এয়ারবাস মজুদ রাখা হয়েছে।জারা জানান, আভ্যন্তরীণ ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করে তারা প্রথমে আরব শহর ও পরে পূর্ব এশিয়া এবং তারো পরে ইউরোপে বিমান চালু করবে।এদিকে কম্পানিটি পশ্চিমা অবরোধের শিকার হবে কিনা এ প্রশ্নের জবাবে জারা বলেন, বেসরকারি কম্পানি হিসেবে কিন্দা অবরোধের শিকার হবে না।