রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি ফোরকান গ্রেফতার

patuakhali_115426

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফোরকান মোল্লিককে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯ টার দিকে পটুয়াখালী গোয়েন্দা শাখার একটি দল বরিশাল রুপাতলি বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি র্দীঘ দিন পলাতক ছিলেন। গ্রেফতাকৃত ফোরকানের বাড়ি জেলার মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামে।পটুয়াখালী গোয়েন্দা পুলিশের এসআই জাফরুল হাসান জানান, ২০০৯ সালের ২১ জুলাই মির্জাগঞ্জ থানায় জনৈক হামিদ মল্লিক নামে এক ব্যাক্তি বাদী হয়ে হত্যা, অগ্নিকান্ড, লুট ও দেশদ্রোহীতার অভিযোগ এনে তার আপন চাচা ফোরকান মল্লিকের বিরুদ্ধে একটি মামরা দায়ের করেন। বর্তমানে মামলাটি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ বিচারাধীন রয়েছে। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে বরিশালের রুপাতলী এলাকা থেকে তাঁকে আটক করে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল।এদিকে আটককৃত ফোরকান মল্লিক নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে জানান, তার যুদ্ধকালীন কর্মকান্ডের সকল প্রমানপত্র আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে জমা দিয়েছেন।এ ব্যাপারে পটুয়াখালী মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার নির্মল কুমার রক্ষিত জানান, আটককৃত ফোরকান মল্লিক মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এলাকায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগসহ মারাত্মক সব অপরাধের সাথে যুক্ত ছিলো। তিনি যুদ্ধাপরাধী। স্থানীয়রা তার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ মুক্তিযোদ্ধা সংসদে দিয়েছে।