সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

r3qivfhn_36117

 

পল্টন ময়দানে ২০০১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশ চলাকালে বোমা হামলায় দায়ের করা মামলায় মুফতি আবদুল হান্নানসহ ১৩ জনের বিচার রবিবার শুরু হয়েছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এর বিচারক ইমরায়ুল কায়েস বিচার শুরুর দিন বাদী মঞ্জুরুল আহসান খানের আংশিক সাক্ষ্য নেন। সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ৬ নভেম্বর ধার্য করা হয়েছে।

বোমা হামলা মামলায় মুফতি হান্নানসহ আসামিরা হলেন- আরিফ হাসান সুমন, আবদুল হান্নান, মাওলানা সাব্বির, মাওলানা শেখ ফরিদ। তাদের করাগার থেকে আদালতে আনা হয়। অন্যদিকে আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।