শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সহযোগিতায় সংশপ্তক পরিচিতি ও মত বিনিময় সভা সম্পন্ন

IMG_20151105_125938

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ৫ নভেম্বর মীরসরাই ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সহযোগিতায় সংশপ্তক পরিচিতি ও মত বিনিময় সভা সম্পন্ন হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্ষে কামাল আহম্মদ
সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চলনা করেন নাছির উদ্দিন ও মোশারফ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন
উপজেলা কৃষি কর্মকতা শাহ আলম ও প্রোগ্রাম ম্যানেজার সংশপ্তক অগ্রদূত দাস(গুপ্ত) প্রমুখ।
এই মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য ছিল-
১- নিরাপদ বিদেশ গমন প্রক্রিয়া সম্পর্কে সরকারি ,বেসরকারি সংস্থা,সুশীল সমাজের প্রতিনিধিসহ
লক্ষিত জনগোষ্ঠীকে অবহিত করা।
২- অদিবাসিদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সুযোগ বিষয় গুলো তুলে ধরা।
৩- সমাজের সকল শ্রেণীর জনগণকে প্রতারিতদের পক্ষে কাজ করা ও মধ্যস্থ্যতাকারীদের প্রতারণার
বিরুদ্বে জনমত গঠন উদ্বুদ্ধ করাসহ প্রতারিত ব্যাক্তিদের আইনগত সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা করা।
৪- দেশে ফিরে আসা অভিবাসীদের এবং অভিবাসন সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ গ্রহনে উদ্ধুদ্ধ করা।
৫- বিদেশ থেকে টাকা পাঠানে রেমিটেন্স বৈধভাবে প্রেরণ করা এবং তা আয় বৃদ্ধিমুলক কাজে
ব্যবহার করা।