রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই উপজেলা বিএনপির তৃণমুল পর্যায়ে সম্মেলন

Mirsarai-Bnp-Photo-18.01.20
খবরিকা ডেস্ক:মীরসরাই উপজেলা বিএনপি দল পূর্নগঠনের প্রক্রিয়া হিসেবে তাদের তৃণমূল সম্মেলন শুরু করেছে। গত রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় নগরির কাজীর দেউড়িতে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে দলটি তাদের পূর্নগঠন পক্রিয়া শুরু করে।
গতকাল সোমবার (১৮ জানুয়ারি) মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন ও সদস্য সচিব সালাউদ্দিন সেলিম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে দল পূর্নগঠনের প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। রবিবার চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির কার্যালয়ে দলের কাউন্সিলরদের সরাসরি ভোট প্রদানের মধ্য দিয়ে করেরহাট বিএনপির সভাপতি-সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল হক, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসেন সিরাজ। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে ৭১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেয়া হয় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাউদ্দিন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইউনূস চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাহার, উত্তরজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল আবছার জুয়েল, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজুল হক, সাবেক সভাপতি আবুল কাশেম, বিএনপি নেতা আবুল হোসেন ও মিয়া সওদাগর প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য আ.ফ.ম জান্নাতুল করিম খোকন।

মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন জানান, ‘২০১৪ সালের ডিসেম্বরে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর প্রথমে উপজেলার ১৬টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তিতে ইউনিয়ন কমিটির মাধ্যমে উপজেলার ১৪৪টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। বর্তমানে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে ১৬টি ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়ার সফল সমাপ্তি হবে। এর অনুষ্ঠিত হবে উপজেলা বিএনপির সম্মেলন।’