সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : চাকুরী জাতীয়করণ ও নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবীতে মীরসরাইয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর নেতৃত্বে মীরসরাই কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মীরসরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিনের সঞ্চালনায় মীরসরাই কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, বাকশিস মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিয়া খান চৌধুরী, অধ্যাপক একরামুল হক, আইয়ুব আলী, গৌতম সাহা, জহুরুল হক, সাইফুল হক সিরাজী, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সুলতানা ইয়াছমিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, শিক্ষকরাই সরকারের উদাসিনতার কারণে সমাজে মানবেতর জীবন যাপন করছে। সরকারের এই দ্বৈতনীতি পরিহারের পরামর্শ দিয়ে অবিলম্বে জাতীয় পে-স্কেলে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন অন্তর্ভূক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।