সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে নিরুত্তাপ হরতাল, আটক ১, আহত ৫

Photo

নিজস্ব প্রতিনিধি ”

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে ছাত্রদলের আহ্বানে সারাদেশে হরতাল আহ্বান করলে ও গতকাল রবিবার ( ২ এপ্রিল) দিনভর ছিল সর্বত্র স্বাভাবিক অবস্থা। মহাসড়কে যানবাহন চলাচল সহ শান্তিপূর্ণ পরিবেশ ছিল সর্বত্র।  তবে মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে রবিবার ( ২ এপ্রিল) সকালে এক বিক্ষোভ মিছিল মীরসরাই সদরে অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার সরওয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং মোঃ ফরহাদ হোসেন এর পরিচালনায় উপজেলা ছাত্রদলের মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ হয় বলে দাবী করে ছাত্রদল। মিছিলটি মীরসরাই বাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে বাদামতলীর দিকে যাওয়ার সময় পুলিশের লাঠিচার্জ বলে দাবী করে মীরসরাই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহত হয় ছাত্রদলের নেতা সরওয়ার হোসেন রুবেল, মোঃ ফরহাদ হোসেন, আমিনুল হক সাদ্দাম, মমিন উদ্দিন রাসেল সহ আরো অনেক। এসময় পুলিশ মেহেদী হাসান নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে। এই বিষয়ে মীরসরাই থানার জ্যোষ্ঠ পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম পিপিএম মহাসড়কে বিশৃংখলার দায়ে মেহেদী হাসান নামে এক যুবককে আটকের কথা স্বীকার করেন।