শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে চার শিবির কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ে চার শিবির কর্মীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ( ৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, জোরারগঞ্জ থানা শিবিরের সম্পাদক আরাফাতুর রহমান মিনহাজকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরের নেতৃত্বে নাহেরপুর গ্রামের হোসেন সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল, মহিউদ্দিন ও আবু সাঈদ নামের আরো তিনজনকে আটক করে। অভিযানের সময় শিবির কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিপে করে। এসময় শিবির কর্মীদের হামলায় এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই মাঈন উদ্দিন, এসআই সুজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা (নং-৯)দায়ের করেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শিবির নেতা আরাফাতকে নিয়ে অভিযান চালিয়ে তিন শিবির কর্মীকে আটক করি। এসময় শিবির কর্মীদের হামলায় আমাদের তিন কর্মকর্তা আহত হয়েছে।