রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে কল্পতরু গীতা শিক্ষা নিকেতনের শুভ উদ্ধোধন

img20161209143901 dsc_0039

নিজস্ব প্রতিনিধি: গত ৯ডিসেম্বর (শুক্রবার) জ্যোতিশ্বর গীতা সংঘ( জ্যোগীশিস) এর পরিচালনায় শ্রী শ্রী রাধা গৌবিন্দ বিগ্রহ মন্দির প্রাঙ্গণের কল্পতরু গীতা শিক্ষা নিকেতনের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান মহাজন বাড়ী কমরআলী,মীরসরাইয়ে গীতার আলো প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি সংস্কৃতি সত্য ও শান্তির অন্বেষনে বিপুল সংখ্যাক সনাতনী ভাই-বোন, ভক্তবৃন্দ, শংকর মঠমিশনের মহারাজদের উপস্থিতিতে সফল ভাবে সম্পন্ন হয়।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে রাধা গৌবিন্দ পুজা, ভোগ, গীতাপাঠ,চন্ডিপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা, জ্যোতি জ্ঞান বই,খাতা, কলম, প্রদান এবং আলোচনা সভা মহাপ্রসাদের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ১৪নং হাইতকান্দি ইউনিয়নের পুজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা লোকনাথ পালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বিশ্বজিৎ পাল (মনা) সঞ্চলনায় উক্ত অনুষ্ঠান উদ্ধোধন করেন জ্যোগীশিস এর পরিচালক শ্রীমৎ বিদেহানন্দ মহারাজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৪নং হাইতকান্দি ইউনিয়নের পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই পুজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালি শহর থানার ওসি প্রনপ চৌধুরী,
মীরসরাই পুজা উদ্যাপন পরিষদের গণ-সংযোগ সম্পাদক সাংবাদিক রাজীব মজুমদার,যুগ্ন সম্পাদক গোপী দাশ, সাংগঠনিক সম্পাদক সজল শীল, প্রচার সম্পাদক অনুপ ধর বুলবুল, মীরসরাই পৌর পুজা উদ্যাপন পরিষদের সভাপতি শংকর শর্মা, ৬নং ইছাখালী ইউনিয়নের পুজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল শর্মা, সহ- সভাপতি শ্যামল দাশ, সাধারণ সম্পাদক কিশোর দেবদাস।
আরো উপস্থিত ছিলেন ১৪ নং হাইকান্দি ইউনিয়নের পুজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা কংকর চৌধুরী, বিপ্লব পাল, সভাপতি গৌতম চৌধুরী, যুগ্ন সম্পাদক রাজীব কর্মকার রাজু, অবসর প্রাপ্ত রেল কর্মকর্তা পংকজ কুমার মন্ডল, জ্যোগিশিস এর শিক্ষক অন্তু চৌধুরী প্রমুখ।