সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে হানাদার মুক্ত দিবস পালিত : অরক্ষিত বধ্যভূমি স্মৃতিসৌধ’টি সংরক্ষনের দাবী

মীরসরাই উপজেলা হানাদার ম্ক্তু দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ) সকালে মীরসরাই উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা টিডিসি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার শাহাবুদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম একে ভূঁইই, জেলা ইউনিটের সহ কমান্ডার মোঃ আলাউদ্দিন, মীরসরাই মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার আবুল হাশিম, ফজলুল করিম, এমএম কামাল পাশা, নজরুল ইসলাম বাচ্চু, নুর মোহাম্মদ চৌধুরী, আবু তাহের মাসুদ, সুবেদার মুছা মিয়া, এটিএম শহীদুল্লাহ প্রমুখ।
বক্তাগন মীরসরাই উপজেলার তালবাড়িয়া ষ্টেশান রোডে একমাত্র বধ্যভূমি স্মৃতিসৌধটি সংস্কার ও রক্ষনাবেক্ষনের দাবী পেশ করেন। মুক্তিযুদ্ধকালীন এই স্থানেই পাশের একটি ডোবায় পাকিস্থানী হানাদাররা অসংখ্য মানুষের লাশ এখানে ফেলে দিয়ে যেত। পরবর্তিতে শত শত মানুষের হাঁড়গোড় মুন্ড পাওয়া যায় এই বধ্যভূমিতে। বহুবছর পর চট্টগ্রাম জেলা পরিষদেও অর্থায়নে নির্মান করা এই স্মৃতিসৌধটি সংরক্ষণের অভাবে দুপাশের রেলিং সহ এসএস দ্বারা নির্মিত বিভিন্ন দৃষ্টিনন্দন সামগ্রী সবই চুরি করে নিয়ে গেছে কেউ। এছাড়া উপজেলার প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের কবওে স্মৃতিফলক স্থাপনের ঘোষনা দেন।