সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিশরে মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

23575_i1

মিশরের রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট অনলাইন। মুরসিপন্থীদের এক সমাবেশে ছড়িয়ে পড়া ওই সংঘাতের ঘটনায় ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৩রা জুলাই মিশরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর নিরাপত্তা বাহিনী তার সমর্থকদের ওপর ব্যপক অভিযান চালিয়ে আসছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪’শরও বেশি নিহত ও ১৫ হাজার গ্রেপ্তার হয়েছে। এর জবাবে টানা জঙ্গি হামলায় প্রাণহানি হয়েছে প্রায় ৫০০ নিরাপত্তা কর্মীর। এ মাসের ২৬-২৭ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিয়েছে। বিরোধীরা নির্বাচনকে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। যার নেতৃত্বে মুসলিম ব্রাদারহুড নেতা মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।