সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

mirsarai picture, 22,12,15

মিরসরাই প্রতিনিধি ঃ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন হলো গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। এসময় মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, মহিউদিন আহমেদ রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হাসিম, সহকারী কমান্ডার ফজলুল করিম, এম এম কামাল পাশা, আবু তাহের মাসুদ, আবদুল মোতালেব ও আবুল কালাম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মেলার প্রধান সমন্বয়ক জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্য লীগের সভাপতি নাসরিন সুলতানা প্রমুখ। ১০ দিন ব্যাপী এই বিজয় মেলায় থাকছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।