সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় ১জন নিহত অপর ঘটনায় ১১০টি ছাগলের মৃত্যু

নাছির উদ্দিন ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ঘটে। এতে প্রথমটিতে চালক নিহত হয় এবং অপরটিতে ১১০টি ছাগলের করুন মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ২২ মে রাত সাড়ে ১২টার সময় মহাসড়কের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ব্রাক ব্যাংকের সামনে পেয়াজ বোঝাই চট্টগ্রাম গামী একটি ট্রাক (ঢাকা মেট্টো, ট ১৬-৭৬৫৬) নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুছড়ে যায়। এসময় ট্রাকের চালক নাটোর জেলার সদর থানার পিংগারদহ গ্রামের মোজাহেরের ছেলে মিলন (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মিলনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে। পরে তা ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করেন এবং ট্রাকটি হাইওয়ে ফাড়িতে রাখা হয়েছে। এছাড়াও একই রাত সাড়ে ৩টার সময় ছাগল বোঝাই চট্টগ্রাম মুখি দ্রুত গতি সম্পন্ন একটি ট্রাক (ঢাকা মেট্টো, ট ১১- ৭৬৮২) মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়। এসময় ট্রাকে থাকা ২৫০টি বিভিন্ন প্রজাতির ছাগল সড়কে এবং পাশবর্তি জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি রেকারের সাহায্যে উদ্ধার করে সড়কের পাশে রাখে। পরে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় ছাগল গুলো সড়ক থেকে উদ্ধার করা হয়। এ সময় দুর্ঘটনায় আঘাত পেয়ে ১১০টি ছাগলের করুন মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ছাগল মারা যায়। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফরিদ উদ্দিন বলেন, প্রথম দুর্ঘটনায় নিহত মিলনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছ এবং ট্রাকটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। পরের ঘটনায় ট্রাকটি উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়েছে এবং নিহত ছাগল ও জীবিত ছাগল গুলো মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।