রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ে কিশোর শ্রমিকের রহস্যজনক আত্মহত্যা পরিবারের দাবী খুন

নাছির উদ্দিন ঃ
মিরসরাইয়ে মো. মাসুদ হোসেন নামের (১৬) এক কিশোর শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ২১ ডিসেম্বর বুধবার বিকেল ৫টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা গ্রামের জনৈক জামসেদের পোল্টি খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাসুদ ঘেড়ামারা এলাকার মো. সাবমিয়ার ছেলে। মাসুদের বড় বোন বিজলী জানান, সকালে মাসুদ খামার থেকে তার বাড়ীতে যায়। বোন থেকে মেমোরিকার্ডএনে লোর্ডকরে তা দুপুরের দিকে ফেরৎ দেয়ার কথা। কিন্ত মাসুদ ওই সময় বাড়ীতে না যাওয়ায় তার সন্ধ্যান করতে থাকে তারা। একপর্যায়ে খামারে গেলে খামারের মালিক জামসেদ জানায় সে এখানে নেই এবং কক্ষটিও তালাবদ্ধ ছিল। এর ঘন্টাখানেক পরে এক শিশুর মাধ্যমে খবর পাওয়া যায়, মাসুদ ওই কক্ষে গামছা দিয়ে সিলিংয়ের সাথে ঝুলছে। ওই সময় কক্ষটির তালা খোলা। বিজলী আরো জানায়, ঘটনার পর পর খামারের মালিক জামসেদ জমির আইল দিয়ে দ্রুত অন্যত্র পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তার ভাই সিলিংয়ের সাথে ঝুলছে। এসময় তার পায়ের কাছে একটি চেয়ার ও একটি টেবিলও ছিল। তাছাড়া সিলিং থেকে মাটির সাথে পায়ের সংযোগ ছিল। মাসুদ কাজে যোগদিয়েছিল মাত্র ২০-২৫ দিন। এরমধ্যে সে খুন হল। তিনি আরো জানায়, এর পূর্বে মাসুদের বড় ভাই মো. মিয়া ওই খামারে ৪-৫ মাস কাজ করেছিল। ওই সময় জামসেদ তাকে মারধর করত এবং তার বেতনের টাকাও পরিষোধ করত না। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্ল্যাহ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়না তদন্তের পর ঘটনার রহস্য উৎঘাটন হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।