শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মানবতার কবি শ্রদ্ধেয় ফখরুল ইসলাম খান সি আই পি : মনির উদ্দিন মান্না

উৎসর্গঃ- জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্টপোষক ও মীরসরাই সমিতি,সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি, শিল্পপতি ফখরুল ইসলাম খান সি আই পি।

হে মানবতার কবি,
আপনি তো কবি নয়! মহাকবি
সর্বদা আহব্বান জানান
কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার
হজ্ব ব্রত পালন যাকাত প্রদানে উদ্বুদ্ধ করা
রাসুল সাঃ আঃ এর নির্দেশিত পথে জীবন
পরিচালনা করে মানব সেবায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

সংযুক্ত আরব আমিরাতের সরকার কতৃক
সন্মান স্বরূপ স্বপরিবারে গোল্ডেন ভিসা প্রাপ্তি
প্রবাসীদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে কবি
শুধু তা নয় বাংলাদেশ সরকার কতৃক
বৈধভাবে স্বদেশে রেমিটেন্স পাঠিয়ে
বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড,
চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ (প্রথম) রেমিটেন্স,
সন্মাননা, সি আই পি খেতাব অর্জন
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

হে মানবতার কবি
আপনি তো কোন নেতা,মন্ত্রী,এমপি হতে আসেনি!
বিশ্ব মানবতার ধর্ম, শান্তির ধর্ম,
কল্যাণের ধর্ম পবিত্র ইসলাম কে ভালোবাসে
এসেছে মানবতার কল্যাণে
নিজে কে রেখেছেন মানবতার কল্যাণে সর্বদা
আত্ম নিয়োজিত
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

করোনার আক্রমণ হতে বাচাঁতে লকডাউনে
তালিকা তৈরী করে ঘরে ঘরে গিয়ে নিজেই
খাবার পৌঁছে দিয়েছে যে মানবতার কবি
বিরল দৃষ্টান্ত স্হাপন করেছে নিঃস্বার্থ মানব দরদী
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

মহাবিপদের ঘনঘটা অশুভ বিপর্যয়ে
মানব সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয়
এগিয়ে চলেছে নিরলস ভাবে সম্মুখে
অকুতোভয় রক্ত চক্ষুর বাঁধা বিঘ্ন মাড়িয়ে
ওরা পদদলিত লাঞ্চিত হবেই হবে
মানব জেগে উঠবে নতুন ভোরের
করোনা মুক্ত নতুন আশার আলোয়
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

হে মানবতার কবি আপনি তো
রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে
দলমত নির্বিশেষে নিরপেক্ষ অবস্থান হতে নির্বিঘ্নে সেবা প্রদান,

মানব সেবার অগ্রদূত কে বাঁধাগ্রস্ত করে চলেছে
জনকল্যাণ বিমুখ দালাল শ্রেনীর আমানুষ গুলো!
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

যারা অভাবগ্রস্হ মানু‌ষের খাবার আত্মসাৎ করে
বলো তাদের কে মানুষ বলি কি করে!
ওদের অহংকার দাম্ভিকতা আকাশ ছুঁইছুঁই
বিশাল অংকের চাঁদা না পেয়ে ওরা অভাবগ্রস্তদের
খাবার বিতরনে প্রায়শই বাঁধার প্রাচীর গড়ে তুলেছে
পাঠক বলো! কাকে বলবো মানবতার সেবক?
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

আহব্বান জানাই ছিন্নমূল এতিম সাহায্য বঞ্চিতদের
তোমরা প্রতিবাদী হও বাচাঁর যুদ্ধে খাবার পেতে
যে তোমাদের আপদে বিপদে নিঃস্বার্থ
সাহায্যের হাত প্রসারিত করেছে
দোয়া করো ঐ মহৎ প্রাণের জন্যে
তোমরাও সাবলম্বী হয়ে দেশের জন্য
নিজেদের আত্মোনিয়োগ করিতে পারিবে
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

সুদূর মরু আরবে বসে যে রেমিট্যান্স যোদ্ধা
স্বদেশের কল্যাণে দূঃস্হ দুঃখী গরীব ছিন্নমুল
মানু‌ষের সাহায্যার্থে দুঃসময়ের ক্রান্তিকালে
নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয় সেই মহৎ
সেই প্রকৃত দেশপ্রেমী মানব সেবার অগ্রদূত
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

প্রবাসে সুনাম খ্যাত স্বদেশেও সবার দরদী
স্বার্থান্বেষী মহলের দূরভিসন্ধী প্রচারণা বাঁধা
মোটেও ভীত নয় এই মানবতার সেবক কবি
এগিয়ে যাবে দূর্বার বেগে সবার ভালোবাসায়
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

যে কবির সাথে বাবা প্রয়াত শাহ আলম
মমতাময়ী মা সখিনা বেগমের দোয়া আছে
আছে লক্ষ কোটি অসহায় মানুষের নির্মল ভালবাসা
সে কবির প্রতিটি শুভ পদক্ষেপ বাঁধাগ্রস্ত করে
সফল হতে পারবে না কেউ
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।

করোনা যুদ্ধে জয়ী হতে হবে
জয়ী হতে হবে ন্যায় যুদ্ধেও
অন্যায় জুলুমবাজদের ক্ষমা নেই
এসো মুষ্ঠি হাতে সমঅধিকার প্রতিষ্ঠায়
বাচাঁর যুদ্ধে লড়ি মানবতার কবিকে সাথে নিয়ে
তাই আমি বলি মানবতার কবি
ফখরুল ইসলাম খান সি আই পি।
(-চলবে )