রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ নেই

image_169902.al
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন অভিযোগ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া যতই চেষ্টা করুক, তিনি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না। এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আলোচনারও কোনো সুযোগ নেই। আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।হাছান মাহমুদ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেকোনো দলের সঙ্গে আলোচনা হতে পারে যুদ্ধাপরাধী ছাড়া। তবে মধ্যবর্তী নির্বাচন কিংবা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এ দেশে আলোচনার কোনো সুযোগ নেই। ২০১৯ সালে এ দেশে নির্বাচন হবে। তখন আলোচনা হবে। ড. হাছান মাহমুদ বলেন, খালেদার বক্তব্য ছিল বরাবরের মতো মিথ্যা আর ভুল তথ্যে ভরপুর। বিএনপির রাজনীতিই হচ্ছে মিথ্যা। এ জন্য তারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বাবু সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ। রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।