রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সলোমন দ্বীপপুঞ্জের অদূরে ৭.৬ মাত্রার ভূমিকম্প

image_72581.uepi_lagoon_solomon_islands_photo_gov

 

 

সলোমন দ্বীপপুঞ্জের অদূরে রোববার ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়লেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে (গ্রিনিচ মান সময় শনিবার ২০১৪) আঘাত হানে। উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরে সলোমনের রাজধানী হোনিয়ারার বাসিন্দারা ভূমিকম্পে জেগে ওঠে। এর ১০ মিনিট পড়ে ৫.৯ মাত্রায় আরেকটি ভূকম্পন হয়।ভূমিকম্পে সামান্য ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ‘সবুজ সংকেত’ জারি করেছে।সংস্থাটি জানায়, সমুদ্র তলদেশের ১৯ কিলোমিটার ( ১৮ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হনে।
হোনিয়ারার স্থানীয় বাসিন্দা ডরোথি উইকহাম বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল উপকূলাঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় দ্বীপের নিচু এলাকা থেকে জনসাধারণকে সরে যেতে বলেছে।তিনি বলেন,‘ লোকজন উপকূলাঞ্চল থেকে সরে যায় ও উঁচু পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। তবে আমি কোন ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাইনি ’আন্ত:সরকার ওসানোগ্রাফিক কমিশন তাৎক্ষণিকভাবে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু ও পাপুয়া নিউ গিনিতে সুনামির সতর্কতা জারি করে। পরে তা বাতিল করা হয়।৩,৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে নিউজিল্যাণ্ডের সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা সংকেত জারি করা হয়। পরে তা বাতিল করা হয়।সলোমন দ্বীপপুঞ্জে মাত্র ১০ দিন আগে আকস্মিক বন্যায় ২০ জনের বেশি লোক মারা গেছে।