শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভূমধ্যসাগরে ৫০ বাংলাদেশি আটক

0928-migrants-crackdown_11030

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ৫০ বাংলাদেশি আটক হয়েছেন। গত ৪ জুন তিউনিশিয়ান কোস্টগার্ডের হাতে তারা আটক হন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গত ৪ জুন বিভিন্ন দেশের ২৬৯ জনকে আটক করে তিউনিশিয়ান কোস্টগার্ড। এদের মধ্যে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিক। ত্রিপোলির থেকে একটি জাহাজে করে এসব মানুষ ইতালিতে ঢোকার চেষ্টা করছিল।
তিনি জানান, আটক বাংলাদেশিদের লিবিয়া থেকে ৪০০ কিলোমিটার দূরে তিউনিশিয়ার একটি দ্বীপে রাখা হয়েছে এবং খবর পেয়ে পরের দিনই তিনি সেখানে যান। বর্তমানে তিউনেশিয়ায় বাংলাদেশের কোন দূতাবাস নেই বলে জানান কিবরিয়া।