রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

bangladesh_cricket_board-_265113

 

আসন্ন ভারত সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার সন্ধ্যায় দল ঘোষণার কথা জানায় বিসিবি। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত।বিশ্বকাপ থেকে ফিরে আসা নামুল হক বিজয় প্রাথমিক তালিকায় থাকলেও নেই আল আমিন হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদেরকে আগামী ২০মে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে হবে।বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়া ওপেনার এনামুল হক বিজয়কে রাখা হয়েছে প্রাথমিক দলে। বৃদ্ধাঙ্গুলে চোট থাকায় পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে না পারা পেসার শফিউল ইসলামকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ স্কোয়াড থেকে ফিরে আসা আল আমিন হোসেন পাকিস্তানের মতো ভারতের বিপক্ষে প্রাথমিক তালিকায় স্থান পাননি।পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর প্রায় ২ সপ্তাহের ছুটি কাটাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৭ জুন ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। সফরের একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন। টেস্টটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৮ জুন। এরপর ২১ ও ২৪ জুন দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ২৬ জুন ঢাকা ছাড়বে ভারত ক্রিকেট দল।২৩ সদস্যের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানী, জুবায়ের হোসেন লিখন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহিদ, শফিউল ইসলাম ও রনি তালুকদার।