রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতের জোর দেখাবেন না: কাদের সিদ্দিকী

30266_0_61447

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি ভারতের জোর দেখান। আর পারবেন না। দয়া করে ভারতের জোর দেখাবেন না। আমরা ভারতের বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না।’আজ শনিবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন। দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশের অবস্থা ভাল না। দারোগা-পুলিশের ওপর বেশী ভর কইরেন না। সূর্য যেদিকে ওঠে ওরা সেই দিকেই যায়। ১৪ আগস্ট যারা আপনাদের পা ধরে চুমো খাইত, ১৫ তারিখে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি সীমার-এজিদের মতো হবেন না। আপনি মা ফাতেমার মতো হোন। আপনি জল্লাদ প্রধানমন্ত্রী হবেন না। আপনি দরদী প্রধানমন্ত্রী হোন।’কাদের সিদ্দিকী বলেন, ‘আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা ভাল কাজ করছে না। ৫ তারিখের নির্বাচন কেউ মানেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ প্রার্থী নির্বাচিত হয়েছে। এটি কোনো নির্বাচন হয়নি। আপনি আবার নির্বাচনের ব্যবস্থা করেন। জয়ী হোন, তারপর কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকেন। আপনি এখন জবরদখল প্রধানমন্ত্রী।’কাদের সিদ্দিকী শেখ হাসিনার উদ্দেশে আরও বলেন, ‘আপনার পুলিশ যদি মতিঝিলে আমার অবস্থান কর্মসূচিতে ডিস্টার্ব বা বন্ধ না করে, তাহলে আমি আপনার অফিসের সামনে অবস্থান নেব। তখন কেউ আমাকে ফেরাতে পারবে না।’কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী আমি আপনাকে আমার সঙ্গে কিংবা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করতে বলিনি। যার সঙ্গে আলোচনা করলে দেশে শান্তি আসে তার সঙ্গে আলোচনায় বসেন। প্রয়োজনে শান্তির জন্য চাড়ালের সঙ্গে আলোচনায় বসেন। আপনি জল্লাদ হবেন না। আপনি জালেম মা হবেন না।’ তিনি বলেন, ‘ভারতের বিজেপি সভাপতিকে আমি ফোন দেব। আমি বলব, বাংলাদেশে যা হচ্ছে, তাতে ভারতের মানসম্মান চুরমার হয়ে গেছে।’সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া আরও বক্তব্য দেন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলু, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।