রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ব্রাজিল দলে বিশ্বকাপের ১৩ জন ছাঁটাই

io7108nm

দলের খোলনলচে বদলে ফেললেন কোচ কার্লোস দুঙ্গা। প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছেন ব্রাজিলের এ নতুন কোচ। আর দুঙ্গা এতে ঝেড়ে ফেলেছেন বার্সেলোনার দানি আলভেস, কুইন্স পার্ক রেঞ্জার্সের হুলিও সিজার, রিয়াল মাদ্রিদের মার্সেলো, টটেনহ্যাম হটস্পারের পাউলিনহোদের। কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে সামনে দু’টি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। আর এতে কোচ দুঙ্গা সুযোগ দিয়েছেন নতুন এক ডজন ফুটবলারকে। এতে বাদ গেছেন সর্বশেষ বিশ্বকাপের ১০ জন। ঘরোয়া লীগের ৬ জন ফুটবলারকে এবারের ব্রাজিল দলে সুযোগ দিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা। যুযোগ মিলেছে ইংলিশ দল লিভারপুলে ‘দ্য ব্রেইন’ খ্যাত মিডফিল্ড তারকা ফিলিপ্পে কুটিনহোর। জাতীয় দলের জার্সি গায়ে এর আগে একবারই মাত্র খেলার সুযোগ হয়েছিল কুটিনহোর। তবে তা চার বছর আগে। মেরুদণ্ডের ইনজুরি কাটিয়ে এফসি বার্সেলোনার হয়ে ইতিমধ্যে খেলায় ফিরেছেন ব্রাজিলের সুপার তারকা নেইমার। দু’দিন আগে মেক্সিকোর লেওন দলের বিপক্ষে বার্সার ৬-০ ব্যবধানের জয়ে নেইমার পান জোড়া গোল। কোচ দুঙ্গা ব্রাজিল দলের আক্রমণভাগের ছক আঁকছেন এ স্ট্রাইকারকে ঘিরেই। তবে উরুর ইনজুরির কারণে বাদ পড়েছেন অধিনায়ক থিয়েগো সিলভা। নিজ মাটিতে ব্রাজিল এবারের বিশ্বকাপ খেলতে নামে টপ ফেভারিট হয়ে। কিন্তু আসরের শেষটা তাদের জন্য ঘোর হতাশার। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়র ব্রাজিল ৭-১ গোলের অবিশ্বাস্য ব্যবধানে হার মানে জার্মানির কাছে। পরে নেদারল্যান্ডসের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ব্রাজিল হেনস্তা হয় ৩-০ গোলের বড় পরাজয়ে। ব্রাজিল দলে কোচের দায়িত্বে এটা কার্লোস দুঙ্গার দ্বিতীয় ইনিংস। ১৯৯৪’র বিশ্বজয়ী এ অধিনায়ক ব্রাজিল দলে এর আগে কোচের দায়িত্ব সামলান ২০০৬ থেকে ২০১০-এ বিশ্বকাপ পর্যন্ত।
ব্রাজিল দল
গোলরক্ষক: জেফারসন (বোটাফোগো), রাফায়েল (নাপোলি)এ
ডিফেন্ডার: মাইকন (এএস রোমা), ফিলিপে লুইস (চেলসি), অ্যালেক্স সান্দ্রো (এফসি পোর্তো), দানিলো (এফসি পোর্তো), ডেভিড লুইজ (পিএসজি), মার্কিনহোস (পিএসজি), জিল (করিন্থিয়ান্স), মিরান্ডা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার: ফার্নানদিনহো (ম্যান সিটি), লুইজ গুস্তাভো (উলফসবুর্গ), এলিয়াস মেনডেজ (করিন্থিয়ান্স), রামিরেস (চেলসি), এভারটন রিবেইরো (ক্রুজেইরো), রিকার্ডো গাউলার্ত (ক্রুজেইরো), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), ফিলিপ্পে কুটিনহো (লিভারপুল)।
অ্যাটাকার: হাল্ক (জেনিথ পিটার্সবার্গ), নেইমার (বার্সেলোনা), দিয়েগো তারদেলি (অ্যাটলেটিকো মিনেইরো)।