সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বুধবারের এসএসসি পরীক্ষা শনিবার

nahid_60595

 

২০ দলীয় জোটের হরতালের কারণে এসএসসি পরীক্ষার সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার সচিবালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানান।বুধবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয়পত্র, দাখিলে হাদিস শরীফ এবং কারিগরিতে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। যা এবার অনুষ্ঠিত হবে শনিবার।এর আগে, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাটি পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার করা হয়েছে। ওই দিন সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “শুধু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তা নয়; শিক্ষার্থীদের মন-মানসিকতা ও চেতনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে, যার খেসারত বহু বছর ধরে দিতে হবে।এ সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সব-কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক উপস্থিত ছিলেন।