সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিশ্বব্যাংকের প্রতিবেদন সব সময় সঠিক হয় না : অর্থমন্ত্রী

image_145869.muhit

 

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হবে’ বিশ্বব্যাংকের এমন প্রতিবেদন প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের প্রতিবেদন সব সময় সঠিক হয় না। কখনো এর চেয়ে (প্রতিবেদন) বেশি হয়। এবার জিডিপি বাড়বে। এছাড়া চলতি অর্থবছরে মূদ্রাস্ফীতি ৭ এর কম হবে বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার বিকেলে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সামাজিক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সমালোচনা শুধু দেশেই হয়। বিদেশে বাংলাদেশের সমালোচনা হয় না। সেখানে বাংলাদেশ ‘দ্য হিরো অব দি ওয়ার্ল্ড’। সেখানে গেলে সমাদর পাওয়া যায়। লোকদের সাথে কথা বলার আনন্দ আছে। তিনি আরো বলেন, বিদেশিরা আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে চায়।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ আমাদের দীর্ঘদিনের বন্ধু। শুধুমাত্র পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ে কিছুটা সমস্যা হয়েছিলো। এটা অনাকাঙ্খিত। তবে এ বিষয়টি শেষ হয়ে গেছে। এখন এ নিয়ে আর কেউ কথা বলে না।
আবুল মাল আবদুল মুহিত বলেন, গ্লোবাল আউটপুট তেমন ভাল না। ইউরোপের অর্থনৈতিক অবস্থাও তেমন ভাল নেই। ইউরোপ আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার। তাই এ নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে। তবে বাংলাদেশের রপ্তানিকারকরা বেশ দক্ষ। আমরা বিকল্প হিসেবে বিশ্বের অন্যান্য দেশ যেমন চায়না, আফ্রিকা, আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি করছি। যা আমরা আগে করতাম না।
এ সময় গত ৫ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের দেশে বিনিয়োগ ভাল হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যেখানে ৩২ শতাংশ হওয়া প্রয়োজন সেখানে আমাদের ২৫ থেকে ২৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। আমাদের দেশের যথেষ্ট অর্থ ব্যাংকে অলস হয়ে পড়ে আছে। সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই টাকা বিনিয়োগ হচ্ছে না। ফলে আমরা পিছিয়ে রয়েছি।