শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিশ্বকাপে সুযোগ পেলেন তিন বাংলাদেশি আম্পায়ার

খবরিকা ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আন্তর্জাতিক প্যানেলের ১৮ জন আম্পায়ার এতে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বাংলাদেশি তিনজন আম্পায়ার এনামুল হক মনি, শরফুদ্দৌলাহ ইবনে শহীদ সৈকত ও আনিসুর রহমান ঘরের মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও আইসিসির আঞ্চলিক রেফারি প্যানেলের দেবদাস গোবিন্দজি এবং গ্রায়েম লা ব্রুয় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেল, সহযোগী দেশের আম্পায়ারদের প্যানেল থেকে দুজন করে প্রতি ম্যাচে অনফিল্ড আম্পায়ারদের দায়িত্ব পালন করবেন।

চলতি মাসের ২৭ তারিখ বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। এ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের চেত্তিথোদি শামসুদ্দিন ও ইংল্যান্ডের টিম রবসন। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ফিলিপ জোনস। গ্রায়েম লা ব্রুয় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।