সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিশিষ্ট বাউল শিল্পী ফকির শাহাবুদ্দীন কে শুভেচ্ছা জানান জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত

18424579_1806348006350373_2032094331_n

মোহাম্মদ মনির উদ্দিন মান্না :- ফকির শাহাবুদ্দিন। বাংলাদেশের লোক সঙ্গীত এবং বাউল ও সুফি গানের এক অসাধারণ শিল্পী। মনের তাগিদে গান গেয়ে যান তিনি – সেই গান, যে গান মনের চাহিদা মিটায়। যা মানুষকে ভাবতে শিখায়। যা মানুষকে ‘অদেখার’ ঠিকানা সন্ধানে মন্ত্রণা দেয়। বাংলাদেশ বাউল গানের তীর্থভূমি। এই তীর্থ ভূমিতে লালন ফকির থেকে শুরু করে হাসন রাজা। দুরবিন শাহ থেকে শুরু করে রাধা রমন। অথবা শাহ আব্দুল করিম থেকে শুরু করে আজকের বাংলাদেশের সুফি-বাউল গানের নবীন গীতিকার সাধকফকির শাহবুদ্দিন । এরা সবাই আপন কীর্তি গুনে বাংলাদেশের লোক সঙ্গীত কে সমৃদ্ধ করেছেন এবং করছেন। দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা লোক-গানের ভক্তদের কাছে এরা সমান ভাবে জনপ্রিয়। আর এই জনপ্রিয়তার কারণেই এই বাউল সাধকরা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান বাউল বেশে। গত ৫মে ২০১৭ইং আরব আমিরাত শারজাহ শহরে বাউল বেসে হাজির হয়েছিলেন ফকির শাহবুদ্দিন। গত ৫মে শুক্রবার,রাত১১টা, আরব আমিরাত শারজাহতে বিশিষ্ট বাউল শিল্পী ফকির শাহাবুদ্দীন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের পক্ষে থেকে। বিশিষ্ট বাউল শিল্পী ফকির শাহাবুদ্দীন কে,শুভেচ্ছা জানান জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা, জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডাঃ শেখ শামসুর রাহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, মোহাম্মদ জাফর উদ্দিন ভুঁইয়া, মোহাম্মদ জসিম উদ্দিন,ফারানা আক্তার, রোজিনা বেগম রেজমা, কামাল উদ্দিন, দ্বীন মোহাম্মদ, আশরাফ হোসেন সহ প্রমুখ। বিশিষ্ট বাউল শিল্পী ফকির শাহাবুদ্দীন বলেন কবিতা মানুষকে পরিশুদ্ধ হতে সাহায্য করে। কবিতায় পাওয়া যায় একটি জাতির শিকড়ের সন্ধান। জাতীয় কবিতা মঞ্চের সকল কবি লেখক সাহিত্যিক সাহিত্যপ্রেমী পাঠক অনুরাগীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।