সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিমান বাহিনীকে আরো সুদৃঢ় করে গড়ে তোলা হবে

jatio-0001_53436

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বিমান বাহিনীকে আরো আধুনিক, সুদৃঢ় করে গড়ে তোলা হবে। আজ সকালে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিএএফ ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এ সময় তিনি জাতীয় নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আন্তর্জাতিক শান্তি মিশনে এই বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন।এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী একটিমাত্র এ্যালুয়েট হেলিকপ্টার ও অটার বিমানের সাহায্যে মুক্তিযুদ্ধের শেষ দিকে চল্লিশটিরও বেশী সফল আক্রমণ পরিচালনা করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের বিমান বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সহমর্মিতার বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছে জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, ভারত, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে।’শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্ব বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে। অনেক সীমাবদ্ধতা স্বত্বেও জাতিসংঘের নিরাপত্তা কার্যক্রমের অধীনে বাংলাদেশ বিমান বাহিনী প্রতি বছর প্রায় ৪ হাজার উড্ডয়ন ঘণ্টা সাফল্যের সাথে সম্পন্ন করে যাচ্ছে।