রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিদ্যুৎ খাতের উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

image_161401.pm (7)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন, বৈদেশিক বিনিয়োগ বাধা এবং নিজস্ব সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২০ হাজার মেগাওয়াট উল্লেখ করে তিনি বলেন, উৎপাদিত বিদ্যুৎ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সঞ্চালন ও বিতরণ খাতেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল কার্যক্রম। এ জন্য বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা যখন ২০০৯ সালে সরকারের দায়িত্ব গ্রহণ করি তখন দেশের বিদ্যুৎ খাতের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। দায়িত্ব গ্রহণের পর পরই আমরা বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করি। ৬ জানুয়ারি ২০০৯ সালে সরকার ক্ষমতা গ্রহণের সময় বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ছিল চার হাজার ৯৪২ মেগাওয়াট, যা বর্তমানে ১১ হাজার ২৬৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে । সরকারের বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ খাতকে একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।শেখ হাসিনা বলেন, নির্বাচনি ইশতাহার অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০১৩ সালে সাত হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়। সরকারের নিষ্ঠা, একাগ্রতা ও পরিশ্রমের ফলে ২০১৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই বিদ্যুতের উৎপাদন ক্ষমতা নির্বাচনী ইশতেহারের ঘোষিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়। তিনি বলেন,বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ভারতের বহরমপুর থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং এই গ্রিডের মাধ্যমে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরার পালাটানা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং সার্কভুক্ত দেশ নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন ।