সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিদ্যুৎখাতে ২৫০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

adb_68177
দেশের বিদ্যুৎখাতের উন্নয়নে ২ হাজার ৪৮০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবির আবাসিক মিশনের অফিসার ইনচার্জ স্টিফেন এ্যাকল্যান্ড স্বাক্ষর করেছেন। পাওয়ার সিস্টেম এঙপানসন এন্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রোগামেমর দ্বিতীয় অংশ বাস্তবায়নে এ সহায়তা ব্যয় করা হবে।এ প্রকল্পে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে এডিবি দেবে প্রায় ২ হাজার ৪৮০ কোটি, আইডিবি ১ হাজার ৭৬০ কোটি, ফ্রান্সের এএফডি প্রায় ১ হাজার কোটি টাকা এবং বাকি টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও সরকারের নিজস্ব তহবিল যোগান দেয়া হবে।এডিবি সূত্র জানায়, এ কর্মসূচির উদ্দেশ্য বাংলাদেশের বিদ্যুৎখাতে সঞ্চালন এবং বিতরণ সক্ষমতা বৃদ্ধি করা। এ কর্মসূচির আওতায় চারটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ৫১০ কোটি টাকা ব্যয়ে কনস্ট্রাকসন এন্ড এঙপানসান অফ ১৩২/৩৩ কেভি এন্ড ৩৩/১১ কেভি সাবসটেনসানস ইন ডিপিডিসি প্রকল্প, প্রায় ১ হাজার ৯৮৯ কোটি টাকা ব্যয়ে কনস্ট্রাকসান এন্ড এঙপানসান অফ ডিস্ট্রিবিউসন নেটওয়ার্ক অফ নর্থ এন্ড সাউথ জোন ইন ডিপিডিসি প্রকল্প, ৯৪৬ কোটি কোটি টাকা ব্যয়ে অগমেনটেসন এন্ড রিহ্যাবিলিটেসন অফ ডিস্ট্রিবিউসন সিস্টেমস ইন ডেস্কো এরিয়া প্রকল্প। এ ছাড়াও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) আওতাধীন ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাইফুদ্দিন আহমেদ বলেন, এডিবির বিদ্যুৎখাতে এটি সবচেয়ে বড় সহায়তা। প্রথম ট্রান্সে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা যুক্ত ছিল। দ্বিতীয় ট্রান্সে সঞ্চালন এবং তৃতীয় ট্রান্সে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ দক্ষতার উন্নয়ন করা হবে।স্টিফেন একল্যান্ড বলেন, বিদ্যুৎ খাত উন্নয়নে মাল্টি ডোনারের মাধ্যমে এক দশমিক ৬ বিলিয়ণ ডলার বিনিয়োগ করা হচ্ছে।