রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিদ্যুতায়িত হয়ে দরিদ্র কৃষকের মৃত্যু

মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের পাল বাড়ীর এক দরিদ্র কৃষক পুকুরে বিদ্যুতায়িত পানিতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। বুধবার গভীর রাতে ঝড়ের সময় গাছের ঢালপালার সাথে ঘরের বিদ্যুতের তার ও ছিটকে পড়ে পাশ্ববর্তি পুকুরের পানিতে। ঝড়ের রাতের পর গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টায় মৃত হরেন্দ্র কুমার পালের মেঝ ছেলে সাধন চন্দ্র পাল (৩৫) পানিতে নামতে যায় কিছু মরা মাছ আর ঢালপালা তুলতে। এসময় সে বিদ্যুতায়িত হয়ে ছটপট করতে লাগলে বাড়ীর অপর চাচাতো ভাই মৃণাল পাল তাকে টেনে তোলার চেষ্টাকালে সে ও বিদ্যুতায়িত হয়। এবার অন্যরা সবাই ছুটে এসে কোনভাবে মৃণালকে বাঁচাতে পারলে ও সাধন পাল ঢলে পড়ে মৃত্যুর কোলে । এই বিষয়ে ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক ইসমত জামশেদীর কাছে জানতে চাইলে তিনি বলেন নিহত সাধন অতি দরিদ্র প্রান্তিক কৃষক তার ক্রিয়াকর্ম বিকেলে সম্পন্ন হয়েছে। এই মৃত্যুর শোকে তার পরিবারের জন্য কয়েকদিনের অন্নের ব্যবস্থা ও তিনি করে দিয়েছেন।