সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিজেপির জয়জয়কার- এক্সিট পোল জরিপ

23208_f5

ভারতের ম্যারাথন নির্বাচন গতকাল সন্ধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপ প্রকাশিত হতে শুরু করেছে। এসব জরিপে বিজেপির বিপুল জয় নিশ্চিত করা হয়েছে। আজ তকের জরিপে বলা হয়েছে, বিজেপি জোট ২৭২ থেকে ২৮৩টি আসন পাবে। কংগ্রেস জোট পাবে ১১০ থেকে ১২০ আসন। ইন্ডিয়া টিভি-সিভোটারের জরিপে বলা হয়েছে, বিজেপি জোট ২৮৯টি আসন পাবে। বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। সেখানে কংগ্রেস জোট পাবে মাত্র  ১০১টি আসন। আর আম আদমি পার্টি পাবে সাকুল্যে ৫টি আসন। এবিপি নিউজ ও নিয়েলসনের জরিপেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতাকে নিশ্চিত করা হয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি ও বিহারের মতো রাজ্যে বিজেপি ভাল ফল করেছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। এই জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৪টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। তবে কংগ্রেস এসব বুথফেরত সমীক্ষাকে আমল দেবে না বলে জানিয়েছে। এমনকি তাদের কেউ বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিতর্কেও অংশ নেবেন না বলে জানিয়েছেন দলের মুখপাত্র শাকিল আহমেদ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, গতবারের বুথফেরত সমীক্ষায় কংগ্রেসকে মাত্র ৬৮টি আসন দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবে কংগ্রেস এর থেকে অনেক বেশি আসন পেয়েছিল। এবারও তেমনই হবে বলে জানিয়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গ নিয়ে এবিপি নিউজ ও নিয়েলসনের জরিপে তৃণমূল কংগ্রেসের হতাশ হওয়ার কারণ রয়েছে। এই জরিপে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস গতবারের থেকে মাত্র ৫টি আসন বাড়াতে সক্ষম হবে। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ২৪টি, বামফ্রন্ট পাবে ১২টি, কংগ্রেস পাবে ৫টি এবং বিজেপি পাবে ১টি। এই জরিপে উত্তর প্রদেশে বিজেপি ৪৬টি আসন পাবে বলে জানানো হয়েছে। আজ তক অবশ্য জানিয়েছে, বিজেপি উত্তর প্রদেশে ৪৮টি আসন পাবে। এবিপির জরিপে বিএসপিকে দেয়া হয়েছে ১৩টি, সমাজবাদী পার্টিকে ১২টি এবং কংগ্রেসকে ৮টি আসন। টাইমস নাউ এক্সিট পোলে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপদেষ্টা পবন বর্মা বলেছেন, সেখানে বিজেপি ২৮টি আসন পাবে বলে যে কথা বলা হয়েছে তিনি তার সঙ্গে একমত নন। তার ধারণা সেখানে বিজেপি এর চেয়ে অনেক কম আসন পাবে। তারা আরও বলেছে, পশ্চিমবঙ্গে আছে ৪২ আসন। সেখানে কংগ্রেস জিতবে ৫ আসনে। বিজেপি জিতবে ২ আসনে। তৃণমূল কংগ্রেস জিতবে ২০ আসনে। বাম দলগুলো জিতবে ৫ আসনে। ওড়িশাতে কংগ্রেস পাবে ৫ আসন। বিজেপি পাবে ১ আসন। আসামে কংগ্রেস পাবে ৫ আসন। বিজেপি পাবে ৮ আসন। মনিপুরে ২ আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী হবে দুই আসনেই। আজ তক এক্সিট পোলে বলা হয়েছে, দিল্লিতে বিজেপি পাবে ৭ আসন। আম আদমি পার্টি পাবে ২ আসন। দিল্লির চেয়ে এ দলটি পাঞ্জাবে ভাল করবে। সি ভোটার এক্সিট পোল জরিপে পূর্বাভাস দেয়া হয় যে, সব মিলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে ২৮৯ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউপিএ জোট পাবে ১০১ আসন। এনডিএ পাবে ভোটের শতকরা ৩৮ ভাগ। কংগ্রেস পাবে ২৫ ভাগ। বাকি দলগুলো পাবে ৩৭ ভাগ। এতে আরও বলা হয়, তামিলনাড়ুতে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) জিতবে ২৭ আসনে। তবে দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম জিততে পারে মাত্র ৬ আসনে।