বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনপিই নাকে খত দিয়ে নির্বাচন করছে: ভারপ্রাপ্ত সিইসি

mobarak_82654
বিএনপি বর্তমান কমিশনের অধীনে নাকে খত দিয়ে নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত  নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক। রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ‘এই কমিশন মেরুদন্ডহীন, অথর্ব’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন বা কিছু না অথবা জিরো বলে আবার তারাই নাকে খত দিয়ে এই কমিশনের অধীনে নির্বাচন করছে। উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে কমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।অপর কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, তিনি এখন না আমরা যে দিন শপথ নিয়েছি সে দিন থেকে এ ধরণের কথা বলছেন এবং আমাদের পদত্যাগ দাবি করে আসছেন।
ব্যবস্থা নেয়ার পরও সহিংসতা প্রতিরোধ করতে পারেনি কেন কমিশন এমন প্রশ্নের জবাবে মোবারক বলেন, আমাদের আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া কোন পথ নেই। এ জন্য আমাদের সময় দিতে হবে। শিল্পমন্ত্রীর আচরণবিধি লংঘনের কারণে কোন ব্যবস্থা না নেয়া কমিশনের ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রীদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীকে জানানো আমাদের দায়িত্ব। এটাই ব্যবস্থা নেয়া। তিনি বলেন, কোন কোন ধাপে পাঁচ হাজারের উপরে ভোট গ্রহণ হয়েছে। যেহেতু ৩০টিরও বেশী ভোট কেন্দ্র স্থগিত করতে হয়নি। সুতরাং বলা যায় এক  শতাংশ ভোট কেন্দ্রও বন্ধ হয়নি।