সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বার্সেলোনা ফিরছে পুরোনো জার্সিতে

1464621652

লাবের ঐতিহ্যবাহী পুরোনা জার্সিতে ফিরে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২০১৬-১৭ মৌসুমে খেলোয়াড়রা ওই জার্সি পড়েই মাঠে নামবে।

লিওনেল মেসি ও তার সতীর্থরা গত মৌসুমে লাল ও নীলের মিশেলে করা জার্সি পড়ে খেলেছেন। জয় করেছিল লা লিগা ও কোপা দেল রে শিরোপা। আগামী মৌসুমেও সেই ধরনের জার্সি পড়ে খেলোয়াড়রা মাঠে নামতে পারে বলে ক্লাবটির পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে।

সোমবার বার্সেলোনা তাদের নতুন জার্সি উপস্থাপন করেছে। তবে সেখানে ছিল না কোন স্পন্সর প্রতিষ্ঠানের লোগো। ২০১২ সালে কাতার ফাউন্ডেশনের সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি সম্পাদনের পর থেকে এমন জার্সি আর দেখা যায়নি। ২০১৩ সাল থেকে কাতার এয়ারওয়েজের লোগো সংবলিত জার্সি পড়ে মাঠ কাপিয়েছেন কাতালান ক্লাবের খেলোয়াড়রা।

তবে পরবর্তী মৌসুমের আগে তাদের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় নতুন জার্সিতে কোন প্রতিষ্ঠানের লোগো বসানো হয়নি। এদিকে নতুন মৌসুম শুরুর আগেই বার্সা জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠানের লোগো বসে যাবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।