সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে পান দোকানিকে কুপিয়ে রক্তাক্ত জখম

নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের বারইয়ারহাটে দেলোয়ার হোসেন বাবুল (৩০) নামের এক দোকানিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। আহত দেলোয়ার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের বারইয়ারহাট পৌরসভার সাবেক আ’লীগ সভাপতি মহিউদ্দিন সওদাঘরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার ২২ মে সকাল সাড়ে ১১টার সময় বারইয়ারহাটের রামগড় রোড়ে অবস্থিত শাহাদাত হোটেলের সামনে দেলোয়ার তার পান সিগারেটের দোকানে বসে ছিলেন। এসময় কতিপয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি তাকে কোপাতে থাকে। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে দু’জনকে আটক করে রাখে। পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মিন্টু চেয়ারম্যানের ছেলে ইকরাম হোসেন (১৮) অপরজন ফেনী জেলার শাহ আলমের ছেলে সাদ্দম হোসেন (২০)। এদিকে আহত দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনার‌্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কি কারণে এই হামলা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন পূর্ব শত্রুতার জেরধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ বলেন, হামলার ঘটনায় পুলিশ গিয়ে দু’জনকে আটকরে থানায় নিয়ে আসে। বর্তমানে অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলছে।