সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাজারে আসছে রোবট স্মার্টফোন

bg20160114153529
খবরিকা ডেস্ক: বিখ্যাত প্রযুক্তি নির্মাতা সংস্থা শার্প ক্ষুদ্রাকার রোবট তৈরি করেছে। যা একটি স্মার্টফোনের মত কাজ করবে। এই রোবট ফোনটির নাম রাখা হয়েছে ‘রোবোহন’। যদিও এটি দেখতে শিশুদের খেলনা রোবটের মতো।

প্রযুক্তি নির্মাতা সংস্থা শার্প জানিয়েছে, `রোবোহন` নড়াচড়া করতে পারে। এর ওজন মাত্র ৩৯০ গ্রাম। লম্বায় এটি ১৯.৫ সেন্টিমিটার। ‘রোবোহন’ রোবট ফোনটিতে ওয়াইফাই, এলটিই নেটওয়ার্ক কানেকটিভিটিসহ আরও অনেক অপশন রয়েছে। এটির পেছনে আছে দুই ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩২০ ক্ম ২৪০ পিক্সেল। রোবট ফোনটি তার মালিককে চিনতে পারে, এটিতে আছে ফেস রিকগনিশন ক্যামেরা। ‘রোবোহন’ বিশেষ ক্যামেরায় স্থির এবং ভিডিও দুইই তোলা যায়। তাছাড়া স্মার্টফোনের সব ফিচারই এতে আছে।

মজার ব্যাপার হল এটি হাঁটাচলার পাশাপাশি বসতে পারে, নাচতে পারে। এর পাশাপাশি টেক্সট মেসেজও পড়তে পারে রোবটটি। চলতি বছরের শেষদিকে এই রোবট ফোনটি বাজারে আসাবে বলে প্রযুক্তি নির্মাতা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।