সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশে চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা

untitled-2 copy_61201

 

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র্।বৃস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ স্বাক্ষরিক এক বিবৃতিতে ওই নিন্দা জানানো হয়।বিবৃতিতে মেরি হার্ফ বলেন, বাংলাদেশে চলমান সহিংসতায় গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাস জ্বালিয়ে, অাগ্নেয় বোমা নিক্ষেপ ও ট্রেন লাইন উপড়ে ফেলে সাধারণ মানুষকে হত্যা ও জখম করার ঘটনায় আমরা অনুতপ্ত। রাজনৈতিক উদ্দেশ্যে এ রকম ভয়াবহ সহিংসতার নিন্দা জানাচ্ছি আমরা। বাংলাদেশের গণতন্ত্রে সাধারণত এ রকম আচরণের কোনো যৌক্তিকতা নেই।মেরি হার্ফ আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে নিজেদের মতপ্রকাশের ক্ষমতা ও অধিকার সব বাংলাদেশির অবশ্যই থাকতে হবে। তাই সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি  সহিংস কর্মকাণ্ড থেকে তাদের নেতা-কর্মীদের বিরত রাখতেও সব রাজনৈতিক দলগুলোর প্রতি একই আহ্বান জানায়।  তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট।