রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশে এখন ভোটার ৯ কোটি ৬২ লাখ

image_170295.666

 

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, দেশে হালনাগাদে নিবন্ধিত প্রায় ৪৭ লাখকে নিয়ে ৯ কোটি ৬২ লাখের মতো ভোটার দাঁড়িয়েছে। তিনি শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
২ জানুয়ারি জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।এছাড়া তিনটি ওয়েবসাইটে (www.ec.org.bd, www.ecs.gov.bd, www.sevices.nidw.gov.bd ) তা প্রকাশ করা হবে।
১৭ জানুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটাররা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে নিবন্ধিতদের তথ্য সংশোধন ও ভোটার অযোগ্যদের বিষয়ে আপত্তি জানাতে পারবেন। ২২ জানুয়ারির মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব।গত ১৫ মে থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৪৬ লাখ ৭২ হাজার ১৭৬ জন নতুন ভোটার নিবন্ধিত হন। তাদের নিয়ে সর্বমোট ভোটারদের মধ্যে পুরুষ ৫০ দশমিক ৩৮ শতাংশ এবং নারী ৪৯ দশমিক ৬২ শতাংশ। এই বছরের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে, তারাই এবার নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছেন।