রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের পাশে থাকবে ভারত : পঙ্কজ শরণ

image_157683.pankajsaran horijontal
উন্নয়ন-অগ্রগতির জন্য ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে মন্তব্য করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আজ সোমবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় বান্ধব পাঠাগারের নবনির্মিত সুবিমল দত্ত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশ এক হয়ে মানুষের শান্তি, প্রগতি ও উন্নতি নিয়ে কাজ করার মধ্য দিয়ে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে হবে। জনগণ ভালো খেতে চায়, স্কুলে যেতে চায়, তাদের অধিকার নিশ্চিতের মাধ্যমেই সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রথম হাইকমিশনার সুবিমল দত্তের নামে এ ভবনের নাম করা হয়েছে। তাঁর জন্মস্থান চট্টগ্রামের কানুনগোপাড়ায়। পঙ্কজ শরণ বলেন, সমাজের উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি। এ কানুনগোপাড়া বিপ্লবীদের পূণ্যভূমি। তাঁদের জীবনকে অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদল, ইন্ডিয়ান হাইকমিশনের তথ্য কাউন্সিলর সুজিত ঘোষ, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার প্রমুখ।