রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বরগুনায় ট্রলারডুবি : ৭টি লাশ উদ্ধার, নিখোঁজ ৩

image_187591.barguna pic-002-1qwer

 

বরগুনার তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবী এখনও নিখোঁজ রয়েছে আরও তিনজন। শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর থেকে কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারাভিযান চালিয়ে যাচ্ছে।উদ্ধার হওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কুয়াকাটা থেকে বরগুনার চলাভাঙা দরবার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে দু’শতাধিক যাত্রী নিয়ে এফবি খাদিজা নামের একটি ট্রলার যাত্রা শুরু করে। দুপুর ১২টার দিকে পায়রা নদীর তেতুলবাড়িয়ায় পৌঁছলে ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী নেয়ায় ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয় ও জেলেদের সহায়তায় তাৎক্ষনিক অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়।খবর পেয়ে বেলা তিনটার দিকে পাথরঘাটা কোস্ট গার্ডের কমান্ডার লে. কে.এম রাহাতুজ্জামানের নেতৃত্ত্বে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারাভিযান শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোঃ জয়নাল মিয়া (৬৫), নাঈম (৯), ইউসুফ মাঝি (৫০), মফিজ উদ্দিন (৫২) ও আমির আলীসহ (৬০) মোট সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের সকলের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ও লতাচাপলী গ্রামে।বরগুনার জেলা প্রশাসক মীর জহিরুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইর কারণে ট্রলারটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এখন উদ্ধার কাজ চলছে। তিনি আরও জানান ইতিমধ্যে নিহতদের পরিবারের মাঝে ৫হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।