সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রায় চার বছর পর সাত বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সোমালীয় জলদস্যুরা

image_93625.somalia-jol

অপহৃত সাতজন বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সোমালীয় জলদস্যুরা। আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।২০১০ সালের ২৬ নভেম্বর এরা মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি আলবেডো থেকে অপহৃত হন। এদের শনিবার মুক্তি দিয়েছে সোমালীয় জলদস্যুরা।তাঁরা বর্তমানে একটি বিশেষ বিমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত ইউএন (মাদক ও অপরাধ) কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন।ইউএন এবং কেনিয়াতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এই সাতজনকে নাইরোবিতে গ্রহণ করবেন। এর আগে তাঁদের নাইরোবির আগা খান হাসপাতালে নেওয়া হবে এবং সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।