শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রজন্ম মিরসরাই মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

projonmo

নিজস্ব প্রতিনিধি : শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে মেধাবৃত্তি পরীার পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান ২৭ মার্চ শনিবার সকালে মীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীায় দুইজন কৃতি শিার্থীকে কম্পিউটার সহ মোট ১০০ জন বৃত্তিপ্রাপ্ত শিার্থীতে পুরষ্কৃত করা হয়। এছাড়া সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রফেসর ডা: জামশেদ আলম এবং সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য কাইয়ুম নিজমীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভার উদ্বোধন করেন প্রজন্ম মিরসরাই’র নির্বাহী পরিচালক ইউনুছ নূরী। বক্তব্য দেন বিআরটিসির পরিচালক ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, আওয়ামীলীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার মুন্নি, উত্তরজেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি সৈয়দা নাসরিন সুলতানা, অধ্যাপক বোরহান উদ্দিন, প্রজন্ম মিরসরাই’র পরিচালক দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোর্শেদ নিপু, সহ সভাপতি রাজীব চন্দ্র দাশ, আজমল হুদা আদর, সাজ্জাদ হোসেন হোসেল, তোফায়েল উল্লাহ রিয়াজ, গোলাম রব্বানী, হাসান সাইফুদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ উদ দৌলা, আওয়ামী লীগ নেতা তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, পৌর কাউন্সিলর রিজিয়া বেগম, সাংবাদিক শারফুদ্দিন কাশ্মীর, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মাহাবুবুর রহমান পলাশ, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ।